0

 

 

ঋণ

-------আবুবকর মুহাম্মদ সালেহ


বটের মায়া জামের ছায়া আম কুড়ানো দিন
সেই খানেতে লুকিয়ে আছে ছোট্ট বেলার ঋণ
দিঘীর পাড়ে উদাস দুপুর মনের উড়াল ডানা
ভুলে যেতে ইচ্ছে করে মন মানেনা মানা।
মাছের সাথে সাঁতার কাটা বানের উতাল জলে,
ভাটিয়ালি গান শুনেছি মাঝির দরাজ গলে

বিল পাথারের স্মৃতিগুলো আজো আমায় টানে
সুখের কথা লুকিয়ে থাকা ভাটিয়ালি গানে।
গায়ে মাখা পথের ধুলা সেই গোধুলি বেলা
শেষ বিকেলে ছুটাছুটি লুটোপুটি খেলা।
সেই সময়ের সুখের স্মৃতি মনের মাঝে ভাসে
হারিয়ে গেছে কখন যেন কালের ইতিহাসে।
যায়না ভোলা সুখের দোলা কিশোর বেলার দিন
সেই সময়ে লুকিয়ে আছে আমার অনেক ঋণ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top