শিক্ষক



শিক্ষাগুরু
.
তেজী রোদে পুড়ি' গিয়েছি সেদিন
শিক্ষাগুরুর পাঠে,

তড়িঘড়ি করি কেঁপে থরথর 
পড়ি পড়ি যেন মাঠে!
.
গুরুজন সেতো বিজ্ঞ মানব
দূর থেকে দেখে সব,
ছুটোছুটি করে কক্ষে শোয়ায়ে
করে ওঠে কলরব।
.
অনুগত প্রিয় ছাত্রের দল
ঘেঁষে এসে কাছাকাছি,
বালতির জলে মাথা ধুয়ে দেয়
এইবারে যেন বাঁচি!
.
চোখ মেলে দেখি পাশে বসা কেউ
প্রশান্ত চেহারায়,
কোমল হস্ত বুলিয়ে মাথায়
জল ঢালে নিরালায়।
.
সেই গুরুজন গুণে-গুণে গুণী
সকল কষ্ট ভুলি',
শিক্ষাগুরুর আদর্শছায়ে
আগামীর পথ চলি।
 
Top