॥ কাজ ॥
মোঃ আলানূর হোসাঈন
রাত্রি শেষে আসলো ভেসে , আজানের ধ্বণী ।
ঘুম ভাঙ্গিয়া উঠলরে সব , শুনিয়া তার বাণী ।
সালাত পড়ে কর্ম বেশে , ছুটছে মানুষজন ।
হালাল ভাবে করবে রোজগার, দিনটি সারাক্ষণ ।
নানান রঙ্গে চলছে মানুষ , নানান কাজ নিয়ে ।
কেউবা ঘুরছে ভাবনা বিহীন , কর্ম ফাঁকি দায়ে ।
কর্ম বিহীন মানুষ যারা , ভাবনা বিহীন মন ।
আজ না হয় কাল হারারে , লক্ষ-কোটি ধন ।।