"প্রকৃতির টানে: চায়ের দেশে"
(১ম পর্ব)
-মাহবুব এ রহমান
- - - - - - - - - -
এ বিশাল পৃথিবী মহান আল্লাহর অপরূপ সৃষ্টি। মহান আল্লাহ এ পৃথিবী সৃষ্টি করে আমাদের অধিন করে দিয়েছেন। এ পৃথিবিতে এমন কিছু স্থান তৈরী করেছেন যা দেখলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায়। এমন একটি স্থান সিলেটের চায়ের দেশ শ্রীমঙ্গল ও লাউয়াছড়া জাতীয় উদ্যান। যা সত্যি অবাক করার মত!

আমরা কয়েকজন বন্ধু মিলে প্লান করলাম যে এক্সামের পরে কোথাও বেড়াতে যাব। শে হিসেবে আমরা নির্ধারণ করলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গল কে। তারিখ ঠিক করলাম ২২ মার্চ রবিবার। অনেক অপেক্ষা শেষে আসল সেই শুভক্ষণ। আমি,শাহিন,নোমান,জাহাঙ্গীর সবাই মিলে আমরা একত্রিত হলাম গাংকুল মার্কেটে। পরনে সবার এক কালাস টিই- শার্ট। সকাল ৮ টায় গাড়ী আসল। যথা সময়ে গাড়ী ছাড়ল। উদ্দেশ্য লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং শ্রীমঙ্গল।


মাহবুব এ রহমান'প্রকৃতির টানে: চায়ের দেশে'
(২য় পর্ব)
-মাহবুব এ রহমান

" " " " " " " " "
আমাদের যাত্রাস্তল থেকে শ্রীমঙ্গল প্রায় দু'শ কিলোমিটার দূর। আমাদের এখান থেকে বাই রোডে শ্রীমঙ্গল যেতে ছোট বড় অনেক বাজার পাওয়া যায়। বাজারগুলো যথাক্রমে: ছান গ্রাম বাজার, দ্যাশের বাজার, গোয়াল্টা বাজার, বড়লেখা বাজার, কাঁঠালতলী, রতুলি, দক্ষিণ ভাগ্‌, জুড়ী, মানিসিং, ভূয়াই, কুলাউড়া, চৌধুরী বাজার, আমতলা বাজার, কাঠের জন্য বিখ্যাত রবির বাজার, কটারকোনা, টিলাগড়, শমসের নগর, কমলগঞ্জ এবং বানুগাছ। বিভিন্ন বাজারের পর বাজারের মধ্য দিয়ে চলছে গাড়ী। পথ চলতে চলতে একসময় এসে পৌঁছলাম জুড়ি চৌমহনীতে। সেখানে গাড়ী থামিয়ে শাহিন সেস্টুরেন্টে একটু চা পান করে সামান্য বিশ্রাম নিলাম। আবার শুরু হল যাত্রা। চলছে গাড়ী বিরতিহীন ভাবে। গাড়ীতে সবার আনন্দ ফূর্তীতে মেতে উঠে পুরো গাড়ী। আমিও শেয়ার হই তাদের আনন্দের সাথে। বিভিন্ন গল্প আর মজার মজার কাহিনী বলছে সবাই যার যার মত করে। বিভিন্ন নদ-নদীর ব্রীজ পেরিয়ে সামনে এগুচ্ছে গাড়ী। চারিদিকের সবুজ প্রাকৃতিক পরিবেশ সত্যি মনমুগ্ধকর।
-চলবে......
 
 
Top