0



রিক্ত চোখে
-----নূরুদ্দীন আহমাদ
জানো হে প্রভু! দু'টি চোখ আজ
ব্যাকুল মনে রিক্ততাতে লুটে!
গগনে সেকি মেঘ ভরা বাজ,
দেয়না কভু শক্ত হাতে ছুতে।
শুণ্য মরুর ধুলোয় রাঙা সাজ,
পথিক কাঁদে পার হতে তার সাথে।
রংধনুতে রঙের আঁকা কাজ,
পথের শিশু সেই রঙেতে মাখে।
এই ভবেতে ভাবাই বুঝি কাজ,
পাহাড়,নদী দুয়েই তফাৎ থাকে।
সেই দু'টি চোখ তোমার দেয়া দান!
চাইনা ফারাক তোমার আমার মাঝে।
হে প্রভু এ ধরায় দিয়ো সুখ!
বিচার দিনে রাখবে আমায় পাশে!

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top