মুখোশ __________
_____জয়নব জোনাকি।
রাজনীতিবিদ রাজ্য চালায়
মুখোশপরে ধর্মের
নিজের নীতি সবখানেতে
ধারধারেনা ফর্মের,
মিথ্যা তাদের নীতি
ভাষায় মিষ্টি গীতি,
মঞ্চে উঠে গলা ফাটায়
মিলনেই কথা কর্মের।
_____জয়নব জোনাকি।
রাজনীতিবিদ রাজ্য চালায়
মুখোশপরে ধর্মের
নিজের নীতি সবখানেতে
ধারধারেনা ফর্মের,
মিথ্যা তাদের নীতি
ভাষায় মিষ্টি গীতি,
মঞ্চে উঠে গলা ফাটায়
মিলনেই কথা কর্মের।
কিছু কবি কাব্য লিখে
ধর্মের কথা বলে
ভেতর তাদের সবই ধুঁয়া
ভুলায় নিজের ছলে,
রঙে আর ঢঙে
বাস করে বঙ্গে,
বোধশক্তিহীন প্রাণীগুলোই
তাদের কথায় গলে।
সত্যিকারের ভালো এখন
খুঁজে পাওয়া দায়
নকল ভিড়ে আসল মানুষ
যায় হারিয়ে যায়,
নাই কোথাও নাই
কোথায় তারে পাই,
পাবেনা কেউ খুঁজে তাকে
মুখোশ দুনিয়ায়।
ঘাপটি মেরে কিছু মানুষ
মুখোশ পরা ডাকু
মিষ্টি কথার সুর মাখিয়ে
করে আাকুপাকু,
দয়া নেই মনে
হিংসে প্রতি ক্ষণে,
সুযোগ বুঝে মুখোশ খুলে
মারবে বুকে চাকু।
২২/০৫/২০১৬ ইং
ধর্মের কথা বলে
ভেতর তাদের সবই ধুঁয়া
ভুলায় নিজের ছলে,
রঙে আর ঢঙে
বাস করে বঙ্গে,
বোধশক্তিহীন প্রাণীগুলোই
তাদের কথায় গলে।
সত্যিকারের ভালো এখন
খুঁজে পাওয়া দায়
নকল ভিড়ে আসল মানুষ
যায় হারিয়ে যায়,
নাই কোথাও নাই
কোথায় তারে পাই,
পাবেনা কেউ খুঁজে তাকে
মুখোশ দুনিয়ায়।
ঘাপটি মেরে কিছু মানুষ
মুখোশ পরা ডাকু
মিষ্টি কথার সুর মাখিয়ে
করে আাকুপাকু,
দয়া নেই মনে
হিংসে প্রতি ক্ষণে,
সুযোগ বুঝে মুখোশ খুলে
মারবে বুকে চাকু।
২২/০৫/২০১৬ ইং
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন