“ মু’মিনের জন্য “
ইবাদত কর আল্লাহ্’র হে বান্দাগন ,
সকল মানুষ ধরায় যাঁহার সৃজন ।
ভুমি দিলেন বিছানারূপে , ছাদ আসমান,
আকাশ হতে বারী বর্ষণ সবই তার দান ।
মানবের তরে নানান ফল সৃষ্টি হয় ,
আল্লাহ্’র শরীক কভু করিও না হায় ।
নাযিল করেছি যাহা রাসুলের প্রতি ,
সন্দিহান হয় যদি তোমাদের মতি ।
কেবল মাত্র একটি সুরা করিয়া তৈয়ার ,
দেখাওতো কে পার আমি ছাড়া আর ।
যদি কেউ না পার কর এই ভয় ,
কাফের আগুনেতে পুড়িবে সুনিশ্চয় ।
আর যারা ঈমান এনেছে আমার প্রতি ,
ভাল কাজ করে সদা নিয়ে শুদ্ধমতি ।
তাদের জন্য দাও তুমি এ শুভ খবর ,
জান্নাত তাদের জন্য অতি মনোহর ।
এর নিচে নহর ধারা সদা প্রবাহমান ,
রয়েছে সুমিষ্ট প্রচুর ফলের বাগান ।
ইচ্ছামত সে ফল তারা করিবে আহার ,
শুদ্ধনারী সনে হবে তাদের বিহার ।।
( অনুপ্রেরনাঃ- সুরা বাকারাহ্ , আয়াতঃ ২১—২৫ )
“ আজম খান “