0


খোলাফায়ে রাশেদীন
-আবদুস সামাদ
সিরাজগঞ্জ
১৯-০৯-১৫ ইং
নশ্বর পৃথিবীতে চিরন্তন উপমা
রাখলেন যারা নিশিদিন,
শ্রেষ্ঠ সৃষ্টির দ্বীপ্ত নুর বিকালেন
খোলাফায়ে রাশেদীন।
বকর(রা), উসমান(রা) আলী(রা)
আর ওমর ফারুক(রা)
সহস্র যুগের সঞ্চিত আঁধার ঠেলে
ফুটলো অর্জিত আলোক।
দিক-দিগন্তে, দেহ, হৃদ, আত্নায়
ছুঁয়ে গেল ঘরে ঘরে,
দুরন্ত, দুর্বার, মিথ্যে অহং নির্মুলে
ছুটেছেন দেশ দেশান্তরে।
খোলাফায়ে রাশেদীনের সোঁনালী
দিনে কাঁদেনি কেউ,
মাটির জগতে এনেছিলেন তারা
চির জান্নাহ’র ঢেউ ।
নির্দয়, নির্মম আঁধারে ভরা ভবে
সবে সোনারূপ মানুষ,
তেজদ্বীপ্ত উজ্জীবিত ত্যাগে তারা
ফিরালো হারানো হুঁশ।
রাসুল(সা) এর কাছে ছিল না কোন
আলাদীনের চেরাগ,
হেরার আলোর পরশেই বদলে যেন
হলো সবে সজাগ।
ওহীর আলোয় উদ্ভাসিত, উজ্জীবিত
খোলাফায়ে রাশেদীন,
কোরআন-সুন্নাহর পরশে শ্রেষ্ঠ তারা
অম্লান রবে চিরদিন।
আজি এই দুঃসময়, দুর্দিনে তাদের
যে, খু-উ-ব প্রয়োজন,
তাকেই পাঠাও প্রভু; যিনি নিমিষে
করবেন, সব দমন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top