ছোট কথা,১১
আজ নেই কোলাহল
নেই কোনও কলোরব।
মিটে গেল ভালোবাসা
মরুভুমি যেন সব।
নুয়ে পড়ে গাছগুলো
ফুল সব ঝরে যায়।
ললাটের লেখা আজ
খন্ডাবে কেবা হায়।।
মোট চার লাইনের প্রথম চার অক্ষর দিয়ে একটি নাম।
ছোটকথা-১৩৬
বামের সাথে ভাসি।
তেলামাথায় তেল দিয়ে,
নতুন ভাবে আসি।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
বামের সাথে ভাসি।
তেলামাথায় তেল দিয়ে,
নতুন ভাবে আসি।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
ছোটকথা-১৩৫
সৌরভে অন্তর
রবে নাতো কালিমাখা,
ভরে যাক মন তোর।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
সৌরভে অন্তর
রবে নাতো কালিমাখা,
ভরে যাক মন তোর।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
ছোটকথা-১৩৪
ফাঁদ পেতেছো ফাঁদ
রুখে দিলাম মুখশ তোমার
কাঁদবি এবার কাঁদ।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
ফাঁদ পেতেছো ফাঁদ
রুখে দিলাম মুখশ তোমার
কাঁদবি এবার কাঁদ।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
ছোটকথা-১৩৩
ইচ্ছে নেই বেঁচে থাকার
সয়ে মহাবেদনা।
হারি যাবো বহুদুরে
কভু তুমি কেঁদনা।
চার লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
ইচ্ছে নেই বেঁচে থাকার
সয়ে মহাবেদনা।
হারি যাবো বহুদুরে
কভু তুমি কেঁদনা।
চার লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
ছোটকথা-১৩২
মানুষ তুমি মুখশ পড়ে
হইলে মহামানব,
মুখশ পড়ে আঘাত হান
দন্তবিহীন দানব।
চার লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
মানুষ তুমি মুখশ পড়ে
হইলে মহামানব,
মুখশ পড়ে আঘাত হান
দন্তবিহীন দানব।
চার লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
ছোটকথ-১৩১
আঁধার কেটে যাবে
জিন্দা হবে মুখশ খুলে।
জবাব তুমি পাবে।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
আঁধার কেটে যাবে
জিন্দা হবে মুখশ খুলে।
জবাব তুমি পাবে।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।
ছোট কথা ১২৫
শান্তি নেই মনে,
মিথ্যে মায়ার ছলনাতে
মানুষ খুঁজি বনে।
তিন লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম।