কবিতা +কলম
মো. আমির হামজা
বসিয়ে শব্দের মেলা,
নির্জনতায় কোন এক কবি
খেলছে ছন্দের খেলা।
,
কালো রংয়ের গলিত মগজ
সাদা কাগজে মিশে,
কতো'যে কলম হারিয়েছে প্রাণ
নিজেকে মেরেছে পিশে।
,
কতক শব্দ বাতিল করেছে
কতক দিয়েছে রেখে,
ছন্দ,শব্দ,তাল, লয় যতো
বার বার নেয় দেখে।
,
সকালের সুর্য ক্লান্ত দুপুর
রক্তিম সন্ধা বেলা,
নির্জন গৃহে কবিতায় লেখে
আধো বাতায়ন খোলা।
,
নিঃশ্বাসে পেয়েছে রক্তের গন্ধ
ধ্বংস দেখেছে চোখে,
বন্ধ দুয়ারে আঘাত হেনে
যেতেচায় পরলকে।
,
পাথরে সাজায় পুশ্পমালা
আগুনে পোড়ায় দেহ,
থেকে থেকে আজি কেঁপে কেঁপে উঠে
ভেঙেপড়ে বুঝি গ্রহ।
,
মনবতার এক মুর্তপ্রতিক
কন্ঠে পরেছে ফাঁসি,
ভাইয়ে ভাইয়ে কেন এতো ভেদাভেদ
কেন এতো রেশারেশী।
,
ঘুমোঘুম আঁখি ঘুমায়'না কবি
ফুরিয়ে এসেছে রাত,
তিন আংগুলে চেপেধরা কলম
জানায় প্রতিবাদ।
,
বঞ্চিত মানুষের সঞ্চিত স্বপ্ন
সবটুকু নিয়ে কেড়ে,
শ্বাষক নামের শকুনের দল
আঘাত হেনেছে হাড়ে।
,
এভাবেই কবি, কতো'যে বছর
পিছনে এসেছে ফেলে,
বন্ধ দুয়ারে আঘাত হেনে
ক্ষয়েগেছে তিলে তিলে।
""""""""""সম্প্ত""""""""""""""""""""""""""""""
নির্জনতায় কোন এক কবি
খেলছে ছন্দের খেলা।
,
কালো রংয়ের গলিত মগজ
সাদা কাগজে মিশে,
কতো'যে কলম হারিয়েছে প্রাণ
নিজেকে মেরেছে পিশে।
,
কতক শব্দ বাতিল করেছে
কতক দিয়েছে রেখে,
ছন্দ,শব্দ,তাল, লয় যতো
বার বার নেয় দেখে।
,
সকালের সুর্য ক্লান্ত দুপুর
রক্তিম সন্ধা বেলা,
নির্জন গৃহে কবিতায় লেখে
আধো বাতায়ন খোলা।
,
নিঃশ্বাসে পেয়েছে রক্তের গন্ধ
ধ্বংস দেখেছে চোখে,
বন্ধ দুয়ারে আঘাত হেনে
যেতেচায় পরলকে।
,
পাথরে সাজায় পুশ্পমালা
আগুনে পোড়ায় দেহ,
থেকে থেকে আজি কেঁপে কেঁপে উঠে
ভেঙেপড়ে বুঝি গ্রহ।
,
মনবতার এক মুর্তপ্রতিক
কন্ঠে পরেছে ফাঁসি,
ভাইয়ে ভাইয়ে কেন এতো ভেদাভেদ
কেন এতো রেশারেশী।
,
ঘুমোঘুম আঁখি ঘুমায়'না কবি
ফুরিয়ে এসেছে রাত,
তিন আংগুলে চেপেধরা কলম
জানায় প্রতিবাদ।
,
বঞ্চিত মানুষের সঞ্চিত স্বপ্ন
সবটুকু নিয়ে কেড়ে,
শ্বাষক নামের শকুনের দল
আঘাত হেনেছে হাড়ে।
,
এভাবেই কবি, কতো'যে বছর
পিছনে এসেছে ফেলে,
বন্ধ দুয়ারে আঘাত হেনে
ক্ষয়েগেছে তিলে তিলে।
""""""""""সম্প্ত""""""""""""""""""""""""""""""
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন