প্রেমময় মনে
...মো. আলানূর হোসাঈন
|
প্রেমময় মনে,
জাগে সেই ক্ষণে,
হৃদয়ের ভালোবাসা জাগে সিমাহীন।
জানি আমি জানি,
সেই স্মৃতি বাণী,
ইতিহাসে রবে লেখা চির অমলীন।
শত প্রিয় মুখে,
জেগে উঠে সুখে,
ছিল এক ফজলে রাব্বি দ্বীন।
যেন বিনা তারে,
বেঁধে নিলো মোরে,
সেই প্রেম কোনও দিন হবে নাতো লীন।
এই মম টানে,
জয় ছিনে আনে, অতীতের পাতা খুলে দেখি আমি তা।
নেই কোনো ভয়,
পাবো নিশ্চয়,
কত দূর যেতে হবে তা তো জানি না।