0




গরম
আব্দুল হাকিম

. 
গরম গরম গরম
রোদের তাপে ঘামের চাপে

অসহ্য যে মাটির দাপে
অবস্থা টা চরম
গরম গরম গরম।

. 
পানির খরা বিষণ চড়া
ভেজে হলাম তালের বড়া
তুপ তুপে হায় নরম 
গরম গরম গরম।
. 
পুকুর ধারে গছল সারে
শালিক চড়ুই পাঙ্খা নাড়ে
তৃপ্তি টা কি পরম
গরম গরম গরম।

. 
দস্যি ছেলে কাঁদা জলে
গাদাগাদি করছে দলে
বৃষ্টি পেলো সরম
গরম গরম গরম।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top