ছোট কথা, ৫৮
মানুষের তরে যদি কাজ করে যাও,
সে কাজে হবে তুমি ধন্য।

হয় যদি প্রাণনাশ কিবা ক্ষতি কোনও,
এগিয়ে চলো তারই জন্য।
মু’মিনের দিল তো প্রেমে ভরা থাকে,
এ জীবন করে দাও কুরবান।
দল বেঁধে থাকো সদা সকলে,
মেনে চলো রবেরই ফরমান।।
মোট‬ চার লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম। তার নামেই লেখটি উৎসর্গ করলাম।।
 
Top