শিশুতোষ অনুগল্প
"পরিশোধন "
_______মারিয়া মীম
.মাঝরাতে একটানা ঝড়োবাতাস আর টিনের চালে বড়ো বড়ো ফোঁটায় পড়া বৃষ্টির শব্দে সাবা'র ঘুম ভেঙে গেলো। কয়েকদিন পর থেকে ওর 'প্রাথমিক শিক্ষা সমাপনী' পরীক্ষা। তাই অনেক রাত পর্যন্ত পড়াশুনা করেছে। সাবা ঘুমায় ওর বৃদ্ধা দাদীর সাথে। বাবা-মার বড় মেয়ে সে। ছোটভাই ১ম শ্রেনির ছাত্র। বড় ঘরটি একটু দুরে, দাদীর ঘর থেকে।
সাবা'র দাদী খুবই দ্বীনদার মহিলা, আশেপাশের কয়েকগ্রামের মহিলারা তার কাছে কু'রঅান পড়া শিখেছে। ছোটখাট কবিরাজি, ঝাড়ফুঁক করায় তার বেশ সুনাম।
সাবা'র পাশে দাদী ঘুমিয়ে দিব্যি নাক ডাকছে। ঝড়ের বেগ বেড়ে যাচ্ছে। সাবা'র একটু ভয় ভয় লাগছে। দাদীর কাছে শেখা দোয়া- দরুদ মনে মনে পড়তে লাগলো। দাদীকে ডাকলো কিন্তু ঝড়ের শব্দে তা দাদীর কানে গেলো না।
হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলো। সাবা শোয় জানালার কাছে। ভয়ে ভয়ে চোখ খুলে দেখে জানালার পাল্লা খোলা, গ্রিল ধরে দাঁড়িয়ে আছে এক অপরুপ সুন্দরী পরী। সাবা'র দিকে তাকিয়ে হাসছে। ভড়কে গিয়ে দাদীকে জড়িয়ে ধরলো সে। কিন্তু দাদীর যেন হুশ নেই।
পরী, মিষ্টিমধুর কন্ঠে সাবাকে ডাকলো।
.
সাবামনি, ভয় পেয়োনা, আমি তোমার বন্ধু। চোখ খুলো, সোনা।
সাবা চোখ খুলে আবার বন্ধ করলো।
: সাবা, আমি তোমার উপকার করতে এসেছি। তুমি তো বুদ্ধিমতি মেয়ে। তুমি জান যে, দোয়া পড়লে কেউ তার অপকার করতে পারেনা। দেখো আমাকে?
সাবা, চোখ খুলে উঠে বসলো। এবার ওর ভয় কমে এসেছে।
: সাবা, আমি জানি তোমাদের দেশে অনেক সমস্যা, নানান অনিময়ে ভরা।
তোমাদের সব পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়।তাছাড়া সমাজের সর্বস্তরে দুর্নীতিেত সয়লাব হয়ে গেছে। তাই আমি তোমাকে একটা বুদ্ধি দিবো, আর দেখবে সব সমস্যার সুন্দর সমাধান হয়ে গেছে।
: সত্যি বলছো? আমি কত কষ্ট করে পড়ি আর খারাপ ছাত্ররা ফাঁসকরা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করবে, তা হতে পারেনা। বলোতো বুদ্ধিটা কি?
: এই নাও, সতকুচি পাতা।
: এই পাতা দিয়ে কি করব?
: এই পাতা তোমার দাদীর হাতে দিবে, তিনি তা মাটিতে পুঁতে রাখবেন।অনেকগুলি গাছ হবে। সে গাছ থেকে পাতা নিয়ে সবাইকে বিতরন করবে। এপাতা যেখানে রাখবে সেখানে কেউ অনিময় করলে বা অন্যায় করলে পাতা থেকে সুঘ্রাণ বেরহবে। এ ঘ্রানে অসৎলোকের শ্বাসচাপ হবে। যখন সে তওবা করবে যে আর অপকর্ম করবেনা, তখন সুস্থ হবে।
: তাহলে তো খুব মজা! আমি তোমার কথামতো কাজ করব। আর তোমাকে অনেক ধন্যবাদ। সত্যিই তুমি অনেক ভাল আর সুন্দরী।
: আচ্ছা, সাবামনি, ভোর হয়ে আসছে। আমি এবার আসি, আবার দেখা হবে।
.
পরী চলে গেছে- সাবা জানালা ধরে বাইরে তাকিয়ে, মুঠোয় তার সতকুচি পাতা।ঝড়বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিস্কার, সুবহে সাদিকের আগমনের প্রত্যাশায় ঘুমন্ত ধরনী।
....... সমাপ্ত.....