কুরবানিরই ঈদ
-মাহবুব এ রহমানসময়ক্রমে আবার এলো কুরবানিরই ঈদ
জবাইকৃত পশুর সাথে যাক্ না ধুয়ে জিদ
দূর হয়ে যাক্ মনের খারাপ চিন্তা নানাবিদ।
.
নিজের ব্যথা পরের ব্যথা বুঝুক সবার মন
স্বস্তি এবং নিরাপদে কাটুক সকল ক্ষণ
নিজের মতো করেই বাঁচুক পশু-পাখি, বন।
.
দেশবিরোধী সন্ত্রাসী সব দেশটা ছেড়ে পালাক
থাকতে চাইলে আমার দেশে পাপটাকে দিক তালাক
রাখতে সুখী জনগণকে সৎলোকে দেশ চালাক।
.
পাপ-কালিমা ঝেড়ে ফেলে যাক্ হয়ে সব ফ্রেশ
যাক্ ভুলে যাক্ দুঃখ, ব্যথা এবং গ্লানি, ক্লেশ
সৌহার্দ্য আর সম্প্রীতিতে থাকুক সবে বেশ!
চাঁদের মতো শুভ্র হয়ে উঠুক বাংলাদেশ।
আরও পড়ুন--
ঈদ নিয়ে ৫৫ জন তরুণ কবির ৬৯ টি ছড়া কবিতা
আমরিন আক্তার
গুনাহ ছাড়া আমলনামায়
নেক হবে না কোনো ৷
::::::
গোশতো খাওয়ার নিয়ত ছেড়ে
খালেস নিয়ত করে,
আল্লাহর নামে কুরবানী দাও
ঈদের সালাত পড়ে ৷
::::::::
গরীব দুখী যারাই আছে
গোশতো তাদের দিয়ে,
বাদবাকিটা খাও খুশিতে
আত্মীয়দের নিয়ে ৷
----------------------------------
কোরবানি
মুজাহিদুল ইসলাম স্বাধীন.
তোমার মনের পশুত্বভাব
মনেই যদি রয়,
কেবল পশু জবাই দিলেই
কোরবানি কি হয়?
.
কোরবানি কি পশু জবাই?
ভাবছো তুমি ভুল,
জেনে রেখো মনের পশু
কোরবানিটাই মূল।
.
করতে হবে কোরবানিটা
এসব মাথায় রেখে;
বাঁচতে হবে অহংকার আর
লোক দেখানো থেকে।
.
পশু জবাইকালেই যদি
পারো শপথ নিতে-
"নিজের রক্ত ঠিক এভাবেই
পারবো ঢেলে দিতে"।
.
তোমার করা কোরবানি ভাই
তবেই কবুল হবে;
কোনটা আসল কোরবানি, তা
বুঝতো যদি সবে!
=============
কুরবানির গরু
-----শিকদার বাসীরআমরা আজি হাটে যাব
কিনতে গরু,
দু'শিং খাঁড়া ! লালচে রঙের
লেজটা সরু ।
মোটা-তাজা দেহ দেখে
করব খরিদ,
দড়ি ধরে আনবো টেনে
আমি ফরিদ ।
ঈদের দিনে প্রভুর রাহে
দেবো জবাই,
লোক দেখানো হয়না যেন
তাকওয়া চাই ।।
--------------------------------
এইতো খুশির মেলা
___সাজিদুর রহমান.
খুশির দারুণ ঝড় উঠেছে
খোকা খুকির হৃদে।
কোরবানির এই ঈদে!
.
হরেক রকম মেহেদী সে
আজ লাগাবে হাতে।
কীযে মজা তাতে!
.
কত্ত রকম উপহারে
খুশি যে তার মনে।
বলবে যে কার সনে!
.
নামাজ পড়ে চলবে তারা
কোরবানির ঐ মাঠে।
খুশিতে দিন কাটে!
.
নতুন জামা পড়বে গায়ে
ভাসবে সুখের ভেলা।
এইতো খুশির মেলা!