"খোলাফায়ে রাশেদীন" মুসলিম উম্মাহর প্রয়োজনে আবির্ভাব খোলাফায়ে রাশেদার,
যাদের আগমনে দূর হয়েছিল, দুনিয়ার সব অন্ধকার।
সকল জুলুম, শোষণ রোধে এনেছিলেন দিন সোনালি,
আবু বকর, উমর,ওসমান আরও এসেছিলেন আলি।
প্রথম খলিফা অাবু বকর ছিলেন মুসলিম জাহানের,
শ্রেষ্ঠ শাসক, দিক নির্দেশক ছিলেন তিনি জনগনের।
মিষ্টভাষী ছিলেন অতি, আপনজন সকলের,
আদর্শ আজ ও তিনি সর্ব কুলের শাসক দের।
একত্র করেছেন কুরঅান,যিনি ইসলামের ত্রানকর্তা
বিশৃঙ্খলা মোকাবেলা করে করেছেন সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা।
দ্বিতীয় খলিফা ছিলেন উমর মুর্ত প্রতীক ইনসাফের,
ধণী গরীব উচু-নিচু করেননি ভেদাভেদ অাপন পরের।
মানব দরদি ছিলেন অতি, সাম্যের মহান অাদর্শ,
নিজ রাষ্ট্রের প্রজার সেবায় বিলিয়ে দিয়েছেন সর্বশ্ব।
ত্বেজদ্বীপ্ত ছিলেন তিনি করতে প্রতিবাদ অন্যায়ের,
একই সাথে ছিলেন কোমল, ক্ষুধা নিবারনে ক্ষুধার্তের।
হযরত উসমান ছিলেন খলিফা জাহানের তৃতীয়,
নম্র, ভদ্র, চরিত্র যার, ছিলেন স্বনামধন্য শিক্ষা দীক্ষায়ও।
সম্পদ অর্জনে ছিলেন শ্রেষ্ঠ ধণী অারবের,
অকাতরে করেছেন ব্যয় করতে সেবা ইসলামের।
জামিউল কুরঅান ছিলেন তিনি, করেন কুরঅান সংকলন
মুসলিম সম্রাজ্যের রক্ষার্থে করেন ত্বরিত পদক্ষেপ গ্রহন।
ইসলামের চতুর্থ খলিফা ছিলেন হযরত অালী,
শৌর্য-বীর্য অার বীরত্বে তার নাম যেন না ভুলি।
জীবনের মুল্য তুচ্ছ করে করেছেন দায়িত্ব পালন,
সহজ সরল অতি অনারম্বর করেছেন জীবন যাপন।
অতি মেধাবী, বীর সৈনিক, যুদ্ধের তিনি অগ্রদুত,
বীরত্বের শাথে করেছেন জয়,শত্রুকে করে পরাজিত।
মুসলিম জাহানের অগ্রগতিতে বীর খলিফাদের অবদান,
যায় নাকো ভোলা, তিল পরিমান ভুলবেনা তা মুসলমান।
প্রতিটি দুআ' য় চাইছি মোরা, ফিরে পেতে সেই স্বর্নের দিন,
দেন যেন খোদা, ফিরিয়ে মোদের "খোলাফায় রাশেদীন"।
'আফরোজা খান'
 
Top