.............. অচেনা বালক.............
............ ইশরাফুল পারভেজ.......
............ ইশরাফুল পারভেজ.......
আমার নাম
রাতুল একটা কলেজের ২য় বষের্
ছাএ আমি।। পড়াশোনার চাপে কোথাও যেতে
পারি না। কলেজ ছুটি হওয়ায় ভাবলাম গ্রাম
থেকে একটু বেরিয়ে আসি। তাই ব্যাগ নিয়ে
বেরিয়ে পড়লাম। বাস ছাড়তে একটু দেরি
হওয়ায় আমি পাশে দাড়িেয় আছি, এমন সময়
আমি একটা ছেলেকে দেখলাম যার বয়স ১০
কি ১২ হবে। এই ছেলেটার এখন স্কুল এ
য়াওয়ার কথা। কিন্তুু তার হাতে কিছু পেপার।
আমি ছেলেটার দিকে তাকিয়ে আছি কি
মায়াবী চেহারা ছেলেটার। আমার তাকানো
দেখে ছেলেিট আমার কাছে এসে বললো
ভাইয়া একটা পেপার নিবেন? আমার তখন
পেপার এর দরকার ছিলনা। তবুও বললাম দাম
কয় টাকা। ছেলেটি বললো ভাইয়া ৫ টাকা
দেন।আমার পকেট থেকে ১০ টাকার নোট বের
করেদিলাম। আমাকে ৫ টাকা দিতেই বললাম
ওটা রেখে দাও।কৌতুহল বসত ছেলেটাকে
বললাম তোমার নাম কী? বললো নয়ন। আমি
আরো বললাম তোমার তো এখন স্কুল এ
যাওয়ার কথা তুমি এটা করছো কেন? বললো
ভাইজান পেপার না বেচলে সংসার চলবো
কেমনে? আমার বাবা আমাদের ছেড়ে চলে
গেছে কোথায় গেছে কেও জানেনা। আমার
মার অসুখ আর ছোট বোনটা মায়ের কাছেই
থাকে। তাই পেপার বেচে কোনোমত আমাদের
সংসার চলে। আমার ইচছা থাকা সত্তেও
সােধ্যর বাইরে তো আর যেতে পারি না। তাই
ছেলেটিকে কিছু টাকা দিয়ে দিলাম।
ছেলেটি চলে গেল। ইতিমধ্য বাস ছেড়ে দিল।
বাসে উঠে ভাবতে লাগলাম আমাদের
সমাজের বিত্যবানেরা যদি এই অনাথ শিশু
দের প্রতি একটু সাহােয্যর হাত বাড়াতেন
তবে তাদের আর এমন অবস্তা হতো না । এটা
ভাবতে ভাবতে আমিও চললাম আমার
গন্তব্যপথ ধরে।
......... সত্য ঘটনা অবলম্বনে লিখিত........
রাতুল একটা কলেজের ২য় বষের্
ছাএ আমি।। পড়াশোনার চাপে কোথাও যেতে
পারি না। কলেজ ছুটি হওয়ায় ভাবলাম গ্রাম
থেকে একটু বেরিয়ে আসি। তাই ব্যাগ নিয়ে
বেরিয়ে পড়লাম। বাস ছাড়তে একটু দেরি
হওয়ায় আমি পাশে দাড়িেয় আছি, এমন সময়
আমি একটা ছেলেকে দেখলাম যার বয়স ১০
কি ১২ হবে। এই ছেলেটার এখন স্কুল এ
য়াওয়ার কথা। কিন্তুু তার হাতে কিছু পেপার।
আমি ছেলেটার দিকে তাকিয়ে আছি কি
মায়াবী চেহারা ছেলেটার। আমার তাকানো
দেখে ছেলেিট আমার কাছে এসে বললো
ভাইয়া একটা পেপার নিবেন? আমার তখন
পেপার এর দরকার ছিলনা। তবুও বললাম দাম
কয় টাকা। ছেলেটি বললো ভাইয়া ৫ টাকা
দেন।আমার পকেট থেকে ১০ টাকার নোট বের
করেদিলাম। আমাকে ৫ টাকা দিতেই বললাম
ওটা রেখে দাও।কৌতুহল বসত ছেলেটাকে
বললাম তোমার নাম কী? বললো নয়ন। আমি
আরো বললাম তোমার তো এখন স্কুল এ
যাওয়ার কথা তুমি এটা করছো কেন? বললো
ভাইজান পেপার না বেচলে সংসার চলবো
কেমনে? আমার বাবা আমাদের ছেড়ে চলে
গেছে কোথায় গেছে কেও জানেনা। আমার
মার অসুখ আর ছোট বোনটা মায়ের কাছেই
থাকে। তাই পেপার বেচে কোনোমত আমাদের
সংসার চলে। আমার ইচছা থাকা সত্তেও
সােধ্যর বাইরে তো আর যেতে পারি না। তাই
ছেলেটিকে কিছু টাকা দিয়ে দিলাম।
ছেলেটি চলে গেল। ইতিমধ্য বাস ছেড়ে দিল।
বাসে উঠে ভাবতে লাগলাম আমাদের
সমাজের বিত্যবানেরা যদি এই অনাথ শিশু
দের প্রতি একটু সাহােয্যর হাত বাড়াতেন
তবে তাদের আর এমন অবস্তা হতো না । এটা
ভাবতে ভাবতে আমিও চললাম আমার
গন্তব্যপথ ধরে।
......... সত্য ঘটনা অবলম্বনে লিখিত........
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন