গ্রুপ চ্যাটিং প্রসঙ্গেঃ
ফেসবুক একটি চমৎকার যোগাযোগ মাধ্যম। গ্রুপচ্যাটিং তার একটি অন্যতম শাখা।
এর মাধ্যমে আমরা এক সাথে অনেকজন আলোচনা করতে পারি। এর সুবিধা হলো একজন ম্যাসেজ দিলে গ্রুপের সবার ইনবক্সে পৌঁছে যায়। কিন্তু এটা আমরা ৯০% সঠিক ভাবে ব্যাবহার করিন। যার করনে এটা অনেকের বিরক্তের কারন হয়ে দাড়িয়েছে। সাধারণত প্রত্যেক ফেসবুক ব্যাবহারকারী ম্যাসেজকে বেশি গুরুত্ব দেয়। হঠাৎ একটি ম্যাসেজ দেখে আপনি ভাবেন কেউ কোনও গুরুত্বপূর্ণ ম্যাসেজ দিয়েছে কিনা কিন্তু ঢুকে দেখেন একটি গ্রুপ ম্যাসেজ ।যার সাথে আপনার কোনও সম্পৃক্ততা নেই বা তাদের চিনেন না । প্রথমবার আপনার মেজাজ খারাপ না হলেও পরে বার বার ম্যাসেজ আসতে থাকবে। বার বার আপনি ঢুকে দেখেন ঐ জাতীয় ম্যাসেজ পরে ম্যাসেজ আসলেও আপনি আর ঢুকে দেখেন না । দেখা যাচ্ছে ঐ মুহূর্তে আপনাকে অন্য কেউ গুরুত্বপূর্ণ ম্যাসেজ পাঠিয়েছে। সেটা সময় মত আর দেখা হলো না। এতে সমস্যা সৃষ্টি বা ভুল বুঝা বুঝিও হতে পারে। আমাদের মনে রাখতে হবে প্রত্যেক ব্যাবহারকারীর ব্যাক্তি স্বাধীনতা আছে। কাউকে বিরক্ত করার অধিকার আমাদের নেই। আমারা কেন গ্রুপ চ্যাটিং খুলব তার একটি উপযুক্ত কারন থাকতে হবে। যাদের নিয়ে গ্রুপটি করা হবে তাদের প্রত্যেকের সম্মতি থাকতে হবে। কারো অনুমতি ব্যাতিত ম্যাসেজে ঢুকানো যাবে না। মনে রাখতে হবে গ্রুপ চ্যাটিং মানেই হল ব্যাতিগত ম্যাসেজ নয়। আপনি যে ম্যাসেজটি দিতে চাচ্ছেন তা সকলেরই জানা উচিত বিধায় গ্রুপ চ্যাটিং এর আয়োজন। এখন আপনি যদি সেখানে বলেন রফিক ভাই আপনি কেমন আছেন? এটা তো ব্যাক্তিগত প্রশ্ন, এই প্রশ্ন বা এর উত্তরের সাথে বাকি ২৪জন তো সম্পৃক্ত নয়। যখনই দেখবেন ঐ লোকটির সাথে আমার কথবলা দরকার সাথে সাথে তার আইডিতে ঢুকে ম্যাসেজ পাঠাবেন । এখানে শুধু সবার সাথে সংশ্লীষ্ট চ্যাটিং হবে। তাহলে কেউ বিরক্ত হবে না। এখানে যখন তখন ম্যাসেজ দেয়া ঠিক না। এটা হলো একটা সামষ্টিক আলোচনা। মনে করেন আমরা ৫জন একসাথে আলোচনায় বসেছি এখানে যেমন অপ্রাসঙ্গিক কথা বলতে পারবো না এখান থেকে বিনা অনুমতিতে উঠেও যেতে পারবো না। যেতে হলে বলে যেতে হবে। তা না হলে অন্য সবাই খারাপ ভাববে এবং সামাজিক সচেতন হিসেবেও বিবেচিত হবে না । এজন্য আমাদের বিশেষ করে সকলের সিদ্ধান্তে যোগ করা এবং অপ্রাসংঙ্গীক কিছু না বলা। ব্যাক্তিগত কথা আসলে সবার সামনে না বলে তার ব্যাক্তিগত আইডিতে ম্যাসেজ দেয়া। আমার এই আলোচনা কোনও নির্দিষ্ট ব্যাক্তি সমাজকে নিয়ে নয়। এটা সকলের উপকারে জন্য। কারন এই সমস্যায় সকলেই পড়েছেন। আমি গ্রুপ চ্যাটিংয়ের বিরুদ্ধে না । প্রয়োজনে আমিও খুলেছি এবং প্রয়োজন হবে। বলতে চাচ্ছি এটা কি ভাবে ব্যাবহার করতে হবে। বেশিরভাগ দেখেন আপনাকে এমন কিছু গ্রুপচ্যাটিংয়ে এড করেছে যাদের আপনি কাউকেই চিনেন না। অনেকে আবার সেখানে গালা গালি করে কেন তাকে এড করা হল।
আমরা নিজেরা সচেতন থাকবো এবং অন্যদের সচেতন করতে আমার এই পোষ্ট আপনাদের আইডিতে কপি করে পোষ্ট করতে পারেন।
আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
ফেসবুক একটি চমৎকার যোগাযোগ মাধ্যম। গ্রুপচ্যাটিং তার একটি অন্যতম শাখা।
এর মাধ্যমে আমরা এক সাথে অনেকজন আলোচনা করতে পারি। এর সুবিধা হলো একজন ম্যাসেজ দিলে গ্রুপের সবার ইনবক্সে পৌঁছে যায়। কিন্তু এটা আমরা ৯০% সঠিক ভাবে ব্যাবহার করিন। যার করনে এটা অনেকের বিরক্তের কারন হয়ে দাড়িয়েছে। সাধারণত প্রত্যেক ফেসবুক ব্যাবহারকারী ম্যাসেজকে বেশি গুরুত্ব দেয়। হঠাৎ একটি ম্যাসেজ দেখে আপনি ভাবেন কেউ কোনও গুরুত্বপূর্ণ ম্যাসেজ দিয়েছে কিনা কিন্তু ঢুকে দেখেন একটি গ্রুপ ম্যাসেজ ।যার সাথে আপনার কোনও সম্পৃক্ততা নেই বা তাদের চিনেন না । প্রথমবার আপনার মেজাজ খারাপ না হলেও পরে বার বার ম্যাসেজ আসতে থাকবে। বার বার আপনি ঢুকে দেখেন ঐ জাতীয় ম্যাসেজ পরে ম্যাসেজ আসলেও আপনি আর ঢুকে দেখেন না । দেখা যাচ্ছে ঐ মুহূর্তে আপনাকে অন্য কেউ গুরুত্বপূর্ণ ম্যাসেজ পাঠিয়েছে। সেটা সময় মত আর দেখা হলো না। এতে সমস্যা সৃষ্টি বা ভুল বুঝা বুঝিও হতে পারে। আমাদের মনে রাখতে হবে প্রত্যেক ব্যাবহারকারীর ব্যাক্তি স্বাধীনতা আছে। কাউকে বিরক্ত করার অধিকার আমাদের নেই। আমারা কেন গ্রুপ চ্যাটিং খুলব তার একটি উপযুক্ত কারন থাকতে হবে। যাদের নিয়ে গ্রুপটি করা হবে তাদের প্রত্যেকের সম্মতি থাকতে হবে। কারো অনুমতি ব্যাতিত ম্যাসেজে ঢুকানো যাবে না। মনে রাখতে হবে গ্রুপ চ্যাটিং মানেই হল ব্যাতিগত ম্যাসেজ নয়। আপনি যে ম্যাসেজটি দিতে চাচ্ছেন তা সকলেরই জানা উচিত বিধায় গ্রুপ চ্যাটিং এর আয়োজন। এখন আপনি যদি সেখানে বলেন রফিক ভাই আপনি কেমন আছেন? এটা তো ব্যাক্তিগত প্রশ্ন, এই প্রশ্ন বা এর উত্তরের সাথে বাকি ২৪জন তো সম্পৃক্ত নয়। যখনই দেখবেন ঐ লোকটির সাথে আমার কথবলা দরকার সাথে সাথে তার আইডিতে ঢুকে ম্যাসেজ পাঠাবেন । এখানে শুধু সবার সাথে সংশ্লীষ্ট চ্যাটিং হবে। তাহলে কেউ বিরক্ত হবে না। এখানে যখন তখন ম্যাসেজ দেয়া ঠিক না। এটা হলো একটা সামষ্টিক আলোচনা। মনে করেন আমরা ৫জন একসাথে আলোচনায় বসেছি এখানে যেমন অপ্রাসঙ্গিক কথা বলতে পারবো না এখান থেকে বিনা অনুমতিতে উঠেও যেতে পারবো না। যেতে হলে বলে যেতে হবে। তা না হলে অন্য সবাই খারাপ ভাববে এবং সামাজিক সচেতন হিসেবেও বিবেচিত হবে না । এজন্য আমাদের বিশেষ করে সকলের সিদ্ধান্তে যোগ করা এবং অপ্রাসংঙ্গীক কিছু না বলা। ব্যাক্তিগত কথা আসলে সবার সামনে না বলে তার ব্যাক্তিগত আইডিতে ম্যাসেজ দেয়া। আমার এই আলোচনা কোনও নির্দিষ্ট ব্যাক্তি সমাজকে নিয়ে নয়। এটা সকলের উপকারে জন্য। কারন এই সমস্যায় সকলেই পড়েছেন। আমি গ্রুপ চ্যাটিংয়ের বিরুদ্ধে না । প্রয়োজনে আমিও খুলেছি এবং প্রয়োজন হবে। বলতে চাচ্ছি এটা কি ভাবে ব্যাবহার করতে হবে। বেশিরভাগ দেখেন আপনাকে এমন কিছু গ্রুপচ্যাটিংয়ে এড করেছে যাদের আপনি কাউকেই চিনেন না। অনেকে আবার সেখানে গালা গালি করে কেন তাকে এড করা হল।
আমরা নিজেরা সচেতন থাকবো এবং অন্যদের সচেতন করতে আমার এই পোষ্ট আপনাদের আইডিতে কপি করে পোষ্ট করতে পারেন।
আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন