গন্তব্যহীন যাত্রা
মো. আলানূর হোসাঈন
.
এক গন্তব্যহীন যাত্রা পথে , 
এক লাগামহীন ভ্রান্ত রথে , 
চলছে প্রিয় স্বদেশ । 
চলছে তরুন নিরুদ্দেশ ।। 

কান্ডারী গিয়েছে যাত্রি ভুলি , 
যাত্রিরা দেখেনি চোখটি খুলি , 
এখন করে দুঃখ ভোগ । 
আমৃত্যু তরুন করবে শোক ।।

অকারনে যুবক করেছে খেলা , 
ধরেনি কোরআন কেটেছে বেলা , 
তাই রাসূলের অপমানে , 
ব্যাথা লাগেনা মনে ।।

জন্ম দিয়েছে জন্মদাতা , 
হতে পারেনি আজও পিতা , 
মা কাটে পর পুরুষে । 
কি শিখবে সন্তান এসে ।।

কত তরুন বিপথ গেল , 
মাতা পিতা কি শেখাল , 
কে নেবে তার দায় ।
আলো নিভে যায় ।।

মনে মনে হরি বোল , 
গানের তালে বাজাও ঢোল , 
আপন ধর্ম ভুলি । 
সন্ধা প্রদিপ তুলি ।।

কাদের তরুন দিচ্ছ ভোট , 
সে ইবলিসের মহা জোট ! 
হবে জাহান্নাম । 
তোমার পরিনাম ।।

সময়ের স্রত থাকে না বসে । 
এখনো বন্ধু সময় আছে ,
সত্য জানো আজ । 
এটাই এখন কাজ ।। 

যারা কোরআন ভালোবাসে , 
থাকিও যুবক তাদের পাশে , 
শক্তি জোগাও তারে । 
যাওগো যদিও মরে ।। 

চাওগো যদি শান্তি আজ ,
আল কোরআনের কর রাজ , 
গন্তব্যহীন যাত্রা পথে । 
আর চলো না ভ্রান্ত পথে ।।
 
Top