.
রাষ্ট্রপতির এক বিশেষ প্রতিনিধিকে এক দেশে পাঠানো হলো। কিছুদিন সে ঐ দেশের কৃষ্টি-কালচার-ঐতিহ্যের সাথে মিলেমিশে বসবাস করলো। স্বাভাবিক নিয়মানুযায়ী বিভিন্ন দল,মত,শ্রেণী-পেশার মানুষের সাথে ওঠা-বসা করতো সে। সেখানকার ইতিহাস-ঐতিহ্য দেখে সে যারপরনাই অবাক হতো। সময় গড়াচ্ছিলো। একদিন সে চিন্তা করলো এভাবে শুয়ে বসে দিনাতিপাত না করে ওখানকার মাটির বুক চিরে একটু শস্য ফলানোর। যেই ভাবা সেই কাজ! রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করে তার ইচ্ছা জানালো এবং সেখানকার এক প্রতিনিধি দলের সাথে কথা বলে কাজ শুরু করলো।
সেই দেশে তখন বিরাজ করছিল দারুণ খরা!
এই প্রতিনিধি ব্যাক্তি একটি জমি বাছাই করে নিয়ে সেখানেই বীজ বপন করলো। নিয়মিত রাষ্ট্রীয় সীমানাধীন একটি কূপ থেকে পানি এনে জমিতে ঢালত সে।
সরকারী কোষাগার থেকে সবচেয়ে ভালো সার এনে জমিতে দিয়ে নিয়মানুযায়ী পরিচর্যা করতে লাগলো।
তার পরিশ্রমের অন্ত ছিলোনা। অবশেষে তার কষ্টের সোনালী ফসল উৎপাদিত হলো।
সকলের আনন্দের অন্ত র-ইলোনা। রাষ্ট্রপতি তাঁর দক্ষ প্রতিনিধিদল কর্তৃক তার প্রমোশনের ব্যাবস্থা করে দিলেন।
তার কাজের পরিধি বড়ো হলো।
দিনরাত সে রাষ্ট্রপতির নির্দেশনা মোতাবেক কাজ করতে লাগলো। রাতের গভীরে যখন সবাই ঘুমায়,সে একমনে খুঁজে বেড়ায় কি করলে ভালো ফসল ফলবে,কি করলে শস্যের মাঠে আক্রমনাত্মক পোকা ঢুকবেনা।
ভোরে সে সবার আগে ঘুম থেকে ওঠে। রাষ্ট্রপতির বাসভবন থেকে প্রাপ্ত সাজেশান নিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে,চিন্তা করে,গবেষণা করে। তারপর আবার বেরিয়ে পড়ে কাজে। বলা যায়,সে এখন একজন রাষ্ট্রীয় কৃষক!
.
কিছুদিন অতিক্রান্ত হলে সকল জমি থেকে ভালো ভালো শস্য আসতে লাগলো। তার অভাবনীয় সাফল্য এবং সাধনা দেখে রাষ্ট্রপতি তার প্রমোশন দিলেন।
এবারের প্রমোশনে তার দায়িত্ব আরো বাড়লো। সে এখন বেশ কিছু জমির দেখাশোনা করা এবং সঙ্গীদের নিয়ে আরো বেশি পরিশ্রম করা শুরু করলো। রাষ্ট্রীয় কোষাগার থেকে সে এবং তার পরিবার সাহায্য পেতে লাগলো। কিছুদিন পরে এক মিটিং এর আলোচনায় সে জানতে পারলো,তার পরিবারের কেউ যদি তার সামনে অভাবগ্রস্থ হয়,তাহলে সে সরাসরি রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারবে। আরো জানতে পারলো যে,রাষ্ট্রপতির ঘোষণা অনুযায়ী,তার জন্য ও রয়েছে আকর্ষণীয় পুরস্কার!
---
সমাপ্ত
---
বিঃ দ্রঃ রূপক অর্থে ব্যাবহৃত শব্দ সমূহ যেসব অর্থ প্রকাশ করছে।
[রাষ্ট্রপতি=সারা জাহানের প্রতিপালক।
বিশেষ প্রতিনিধী=মানুষ।
রাষ্ট্রীয় মালিকানাধীন কূপের পানি=স্রষ্টার নির্ধারিত গণ্ডির ভিতরের বিভিন্ন নিয়মকানুন,ইসলামী ইতিহাস ঐতিহ্য।
রাষ্ট্রীয় বাসভবন থেকে প্রাপ্ত সাজেশান=লাওহে মাহফুজ থেকে প্রাপ্ত কুরআন।
প্রতিনিধি দল=ইসলামী সংগঠন]
---