আঁধার ছেড়ে যে এলো আলোর ভুবনে ......... 
সেই উজ্জ্বল নক্ষত্র শেখ আবুল কাশেম মিঠুনের স্মরণে 
-------------------------------------
যে জাহাজ তীরে ভিড়ার পূর্বেই 

ধীরে ধীরে ডুবে গেলো । 
চোখের পাপড়ি ফেলার পূর্বেই 
হাওয়ায় মিলিয়ে গেলো । 
এখন শুধু তাকিয়ে তাকিয়ে দেখি 
সেই ডুবো জাহাজের পাটাতন ।
আমরা ব্যর্থ অসহায় কিছুই করার নেই 
মাঝ দরিয়ায় ডুবছে জীবন ।
দক্ষ নাবিক শেষ মুহূর্তেও অবিচল ছিল 
তার বিশ্বাসের উপর। 
সত্যের বীজ বোনার আশা নিয়ে তার 
স্বপ্নের জমিনটা করেছিলো উর্বর।
সৃষ্টিশীল মানুষ গুলো যখন জীবনের 
মানে খুঁজতে যায় সমুদ্রের পাড়ে 
তখন তুমি জীবনের মানে খুঁজে পেয়েছিলে 
শাশ্বত সত্যের বিধান আল- কুরআনে। 
তুমি বেঁচে আছো বেঁচে থাকবে যুগে যুগে 
সত্যের কাফেলার অগ্রগামী বীর হয়ে।
তুমি এক আদর্শের উজ্জ্বল ইতিহাস 
যা আঁধার থেকে আলোতে যাবে বয়ে ----------

জয়নব আবেদীন। 
জোনাকি 
২৭/০৫/২০১৫

 
Top