সত্য পথ মরুর পথ
খোরশেদ মুকুলচারদিকে হাহাকার নেই ধরায় শান্তির বাহার
ইসলাম-রবি ডুবিছে সেথায়,নাফরমান খোদার।
যে কালাম শুনে মৃত্যুভয়ও করিত যাদের সালাম
তারা আজ পা ছাটে কাফিরের, ভুলে জিহাদ-ইসলাম।
ত্রিভুবনে যারা করিত না ভয় আল্লাহকে ছাড়া
সে শিক্ষা আজ গত হয়েছে দুনিয়া করে তাড়া।
জগজ্জয়ী মুসলিম সিপাহীর আল্লাহর রাহে শহীদান
স্ত্রী-পুত্র-ধন আল্লাহরে সঁপি জীবন যাদের কোরবান
আজ নেই পূর্ণ ঈমান - স্বপ্ন দেখার আহবান
সত্যের আলো নিভিছে ক্ষয়ে ক্ষয়ে ইহসান।
নেই ইসলামী জোশ্, কোথায় তখ্ত তাউস?
নেই বীর খালেদ-মুসা, যারা ফলাবে আউশ।
আবু বকরের প্রাণ চাই,ত্যাগ চাই ওমরের
আলীর জুলফিকার আর ঈমান চাই বেলালের।
জাগো গো নওজোয়ান ধরো মরুর পথ
ফুটিবে ফুল আবার দীর্ঘ হবে শাশ্বত রথ।