0
আমাদের মন হলো এমন এক যন্ত্র যার সাহায্যেই আমরা কাজ করি। তাই আমাদের নির্ভুলভাবে চিন্তা করতে হবে , যাতে কোনটি গুরুত্বপূর্ণ আমরা যেন মনে রাখতে পারি এবং কোনটি মূল্যহীন ভুলে যেতে পারি।আর এমন আবেগে আপ্লুত হতে হবে যাতে আমরা কার্যকরী কিছু করতে পারি এবং যন্ত্রণাময় বা অপ্রয়োজনীয় সব কিছুই দূর করতে পারি। আমাদের রাত্রীতে শান্তিতে নিদ্রা যেতে হবে আর দিনের আলোয় সুষ্ঠুভাবে চিন্তাও করতে হবে ।আমাদের অবশ্যই বিতর্কিত সঠিক বিচার করতে হবে আর এটা করতে গিয়ে কোনওভাবেই সংস্কার বা অযৌক্তিক অবেগে তাড়িত হওয়া চলবে না এবং আমাদের চারিত্রিক সেই বৈশিষ্ট্য থাকতে হবে, মন আমাদের প্রকৃতই ভালো কিছু করতে উদ্বুদ্ধ করবে আর মানুষের সেবায় ব্যবহৃত হবে।।
...রবার্ট ট্রুলেস
দি কন্ট্রোল অব দি মাইন্ড

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top