॥ আমি ॥
মোঃ আলানূর হোসাঈন
কান খুলিয়া যাও শুনিয়া ,

মোর গানের ঐ সুর । 
বুকে বাজে সকাল সাঁঝে , 
বাজবে বহুদূর । 
জগৎবাসি আমার হাসি 
দোর খুলিয়া দেখে । 
আমার ব্যাথা সবার কথা , 
পাতায় পাতায় লেখে । 
আমার আশা ভালোবাসা 
সবার মনের সুখ । 
আমার ভয় হবে জয় ,
হারলে সবার দুঃখ । 
সবাই আপন আমার স্বপন , 
বাসা বাঁধি মনে । 
দিবে পাত্তা আমার আত্মা , 
থাকবে সবার সনে । 
দেখ দেখি কত বাকি, 
দিয়ে দেব আজ । 
বেশি হলে ক্ষমা পেলে , 
তবেই আমার সাঁঝ ।।
 
Top