॥বিরোধ॥
মো. আলানূর হোসাঈন
-------------
তোমার সাথে নিত্য বিরোধ ,
আর সহেনা আর সহেনা ।
তোমার সাথে আমার কথা ,
আর হবেনা আর হবেনা ।
তোমার তরে সব হারালাম ,
তোমার তরে দুঃখ পেলাম ।
তব আমি তোমার মনে,
নীড় পেলাম না নীড় পেলাম না ।
পুষ্পের আভায় তেহিতে তোমায় ,
থাকতাম বসে সাঁঝ সন্ধ্যায় ,
মমতার হৃদয় তোমার মনে ,
নেই নিশানা নেই নিশানা ।
বিপুল ঈর্ষা ভুষণ পরি ,
হইলা কেন অহংকারী ,
তব আমি তোমার কামড়ায় ,
আর যাব না আর যাব না ।
কৃষ্ণ বিভোর ঢেউ তরঙ্গে ,
আমার কথা কয় বিহঙ্গে ,
শুনিয়া নাও কান খুলিয়া ,
ও বন্ধুরা ও বন্ধুরা ।।।
রচনা কাল//২০০৫