Jonakir Alo
রবিবারের সাহিত্য আসর।
পর্ব- ৭৮
বিষয়- বন্ধু ।
বন্ধু চেনা ___________
স্বার্থ বিহীন বন্ধু এখন
খুঁজে পাওয়া দায়,
চৈত্র খরায় পুড়লে হৃদয়
যায় হারিয়ে যায়।
বন্ধু সেজে পাশে এসে
ঘনিয়ে বসে কাছে,
কথার ফাঁদে কথা নিয়ে
রটে বেড়ায় পাছে ।
বৃষ্টি এলে বন্ধু বেশে
নেয় ছিনিয়ে ছাতা,
রোদ উঠিলে যায় হারিয়ে
যেন ঝরা পাতা।
আসল নকল খেলা ঘরে
বন্ধু যথা তথা,
বহু রূপী বন্ধু চেনা
নয়তো সোজা কথা।
জয়নব জোনাকি।
১৮/০৪/২০১৬ ই