শ্রমিক
নাজীর হুসাইন খান


কাম করে ঘাম ঝরে শ্রমিকের গায়
মাস শেষে কর্মের মায়নাটা চায়।
কাম করে ঠিকঠাক ন্যায্যটা পেলে
ঘাম ঝরা কর্মের কষ্টটা ঠেলে ।
আনন্দে মাতে খুব হাসি পায় মুখে
সারা মাস শ্রমিকের কাটে দিন সুখে।
কর্মের ফল তারা কম পায় যদি
আশা পুড়ে ছাই হই কাপে সুখ গদি।
শুনো ভাই মাহাজন শুনো আজ সবে
শ্রমিকের ন্যায্যটা দিয়ে দিতে হবে।
. ০১/০৫/১৬








 
Top