মুমিনের জীবন
ক্ষত বিক্ষত হল যার এ জীবন,
ঈমানের বলে সে হয়ে বলীয়ান।
ধৈর্য্যের বাঁধ কভু ভাঙ্গেনাকো
ফাঁসির মঞ্চে গায় জীবনের গান।।
মু'মিনের জীবন সেতো ফুল বিছানো নয়,
হাসিমুখে কভু প্রাণ বিলিয়ে দিতে হয়।।
অবশেষে জান্নাত পাবে মহা দান।
ইমানের বলে সে হয়ে বলীয়ান।।ঐ
চারিদিকে উল্লাসে কভু সে না ভাসে,
দ্বীনের সাধনা নিয়ে থাকে সদা মিশে।।
মানুষের তরে তার প্রেম অফুরান।।
ফাঁসির মঞ্চে গায় জীবনের গান।।ঐ
আপন সার্থ নিয়ে ভাবে নাকো যে,
পরের ব্যাথাতে হয় ব্যাথিত সে।।
মু'মিনের তরে যেন রক্তের টান।।
ঈমানের বলে সে হয়ে বলিয়ান ।।ঐ