চাইনা কারো বন্ধু হতে
____সাজিদুর রহমান
.
খিদার জ্বালায় ঘুম আসেনা
স্বপ্ন চোখে আর ভাসেনা
এখন কিযে করি!
কারো কাছে চাইলে টাকা
পকেট নাকি বড়ই ফাকা
বলে আমায় সরি!
.
মেজাজ আমার গেলো তেড়ে
দুঃখ গেলো আরো বেড়ে
রেগে বলি শালা!
থাকবোনা আর তোদের সাথে
রাখবোনা হাত এবার হাতে
সামনে থেকে পালা!
.
আমার মনে স্বপ্ন আঁকে
বন্ধু বলে আমায় ডাকে
বিপদ এলে ভাগে!
মুখে বলে ভালবাসে
থাকবে নাকি আমার পাশে
বলি কিযে রাগে!
.
এখন থেকে শপথ নিলাম
সব ক'টারে বিদায় দিলাম
আসলে বিপদ আসুক!
চলব আমি একা পথে
চাইনা কারো বন্ধু হতে
হাসলে কেহ হাসুক!