ভণ্ড বাবা ঢোলের তালে
গায় মদিনার গান,
গানের শেষে মাতাল বেশে
গাঞ্জায় মারে টান
অই মদিনার আশেক বাবা
হয়না তারই তুল
সকল কিছুর ঊর্ধ্বে তিনি
হয়না কোনো ভুল।
নামাজ, রোজার নাইতো খবর
ধরছে পীরের বেশ,
আবার দেখো মাথা ভরা
জট পাকানো কেশ।
ভণ্ড বাবার দুই চরণে
সেজদায় পড়ে সব,
মূর্খ যতো মুরিদেরা
করে কলরব।
দিকে দিকে যায় ছড়িয়ে
ভণ্ড বাবার নাম
আমি বলি, ওরে বাবা
এবার একটু থাম!!