মন্দ কালের দ্বন্দ
আদিল হাসান
--------------
মন্দ এ-কাল দ্বন্দে বেহাল
গন্ধে নকল অন্ধ,
চক্ষু বুজে পথ সে খুঁজে
ছিন্ন মনের ছন্দ।
ভোর বেলাতে কোন খেলাতে
মাতছে এ মন নন্দ,
কোন সুখেতে দুই চোখেতে
দরজারা আজ বন্ধ?
আজ প্রভাতে কার আভাতে
রাঙিয়েছ এই বিষাদ মন,
কার ছোঁয়াতে আজ দু'হাতে
মুুঠোয় বেঁধে নিলাম ক্ষণ?
কার ধাওয়াতে আজ হাওয়াতে
ধাইছে বকুল-বেলির ঘ্রাণ,
কৃষ্ণচূড়ার মগ-ডালেতে
দুলছে কাদের নিঃস্ব প্রাণ??