স্বাধীনতা তুমি কার?
................. এমআর রকি
স্বাধীনতা তুমি কার?
তুমি কি স্লোগানের?
যে কাঁপিয়ে তোল রাজপথ -
ধ্বংস কর পাপের বিভীষিকা
আদায় কর তোমার ন্যায্য অধিকার।
নাকি তুমি সন্ত্রাসীর মুক্তির দাবি?
নাকি আত্ম স্বার্থ আদায়ের আবদার?
স্বাধীনতা তুমি কার?
তুমি কি কোন নেতার ভাষণ?
যা পেতে চায় সদা সিংহাসন।
তুমি লকি কারো কাছে বিক্রীত পণ্য?
তুমি কি সন্ত্রাসীর জীবিকার অন্ন?
নাকি তুমি, এ সমাজ কে জাগ্রত
করা ধ্বনি?
নাকি ধর্ম -কর্ম অটলের কোন বাণী?
তবে কেন আজো পারছে না বাঙ্গালী -
বাচাঁর মতো বাচঁবার?
স্বাধীনতা তুমি কার?
তুমি কি অস্ত্রের কাছে জিম্মি?
নাকি প্রবঞ্চনা করেছে কোন ঘাতিনী?
কেউ কি তোমার পথ রুদ্ধ করে-
তোমায় পিছনে টানে বারে বার?
তোমায় কি বন্দি করেছে -
কোন অনিয়মের কারাগার?
স্বাধীনতা তুমি কার?
তুমি না কবেই ছিঁড়েছো
তোমার পায়ে বাঁধা জিন্ঞ্জির।
তবে কেন আজো সয়ে যাও সব?
কেন তোমার বুকে আজো
ঘোরে রাজাকার?
স্বাধীনতা তুমি কার?