**মানবিক দৃষ্টি আকর্ষণ**
***অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ*** ---------------------------------------আবদুস সামাদ
---------------------------------------০৯-০৫-১৬ ইং
---------------------------------------০৯-০৫-১৬ ইং
প্রিয় দেশ/বিদেশের স্নেহের নাতী, নাতনী, হিতাকাংখী, শুভাকাংখী বৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
দোয়া করি আল্লাহ তা’য়ালা সবাইকে হেফাজত করুন, আমিন। আজ একটা মনের কথা সবাইকে বলা দরকার মনে করেই সকলের আন্তরিক সু-দৃষ্টি ও দোয়া কামনা করছি। বিষয়টা হলো, জীবনের শুরু থেকেই মানবতার ও সামাজিক কৃষ্টি, কালচার, আচার-আচরণে উদ্বুদ্ধ অর্জনের লক্ষ্যে সামান্য কিছু সামাজি কাজ শুরু করি। এইটার পর থেকে কাছের, পাশের অসংখ্য ভাই বোনের অধিকাংশই আমার সাথে এমন ভাব করতো যা আমার হৃদে শুধু তিক্ততার সৃষ্টি করত একং আমাকে দুঃসহ কষ্ট দিত। যারা এমনটি করতো তাদের এমন কেউ নেই যে, আমি বুঝানোর কোন চেষ্টা করেনি। সে চেষ্টা আমার হৃদয় ও মনের কষ্ট বাড়িয়ে দিত। যা শুধু মাত্র আল্লাই ভাল জানেন। এরপর এস,এস,সি পাশ করার পর থেকে জটিল, কঠিন ও দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হই যেমন, কিডনীতে পাথর, হৃদ পিন্ডের একটি বাল্প সংস্থাপন, ডায়াবেটিক,উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগে ভুগছি। এমন কোন চিকিৎসা নেই যা করি নাই। মরি নাই তবে অমানসিক কষ্ট বহন করে চলছি। কষ্টের এবং মানুসিক চাপের কারণে জীবনের প্রতি বিন্দুমাত্র মায়া থাকতো না বলে কখনো কখনো আল্লাহর কাছে জীবনের শেষ ঠিকানায় পাড়ি জমানোর জন্য দোয়া করেছি। যদিও হাদীসে তা রীতিমত নিষিদ্ধ। ঠিক এই সময়ে গোটা বিশ্বের অসংখ্য নাতী, নাতনী, হিতাকাংখী, শুভাকাংখী আল্লাহ মিলিয়ে দেন। আর তাদের পেয়ে তাদের বুঝে এবং তাদের পরামর্শ আমাকে নুতন করে আশান্বিত করে। বদলে যায় দৃষ্টি ভঙি। পৃথিবীতে এখনো অনেক ভাল মানুষ আছে তাদের সবাই আমার ফেবু’র আধ্যাতিকতায় বলিয়ান বন্ধু। সেই তাদের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই হঠাৎ করে গতকাল দুপুরে কোন কারণ বিহীন জ্বরে আক্রান্ত হই যার পরিমান ১শ ৩ ডিগ্রী। অনেকগুলো অসুখের কারণে তা আমার জন্য অঃসহনীয়। উপযাজক হয়ে পরামর্শ, মতামত ও ধমক দিয়ে মশকারা করতে গিয়ে কোন কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তা হলে সকলকেই ক্ষমা করে দেয়ার আবেদন করছি সেই সাথে একটু দোয়া করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হাতজোড় জোড় করে অনুরোধ করছি। আল্লাহ সকলকে হেফাজত ও দীর্ঘজীবি করুন, আমিন। ছুম্মা আমিন।
দোয়া করি আল্লাহ তা’য়ালা সবাইকে হেফাজত করুন, আমিন। আজ একটা মনের কথা সবাইকে বলা দরকার মনে করেই সকলের আন্তরিক সু-দৃষ্টি ও দোয়া কামনা করছি। বিষয়টা হলো, জীবনের শুরু থেকেই মানবতার ও সামাজিক কৃষ্টি, কালচার, আচার-আচরণে উদ্বুদ্ধ অর্জনের লক্ষ্যে সামান্য কিছু সামাজি কাজ শুরু করি। এইটার পর থেকে কাছের, পাশের অসংখ্য ভাই বোনের অধিকাংশই আমার সাথে এমন ভাব করতো যা আমার হৃদে শুধু তিক্ততার সৃষ্টি করত একং আমাকে দুঃসহ কষ্ট দিত। যারা এমনটি করতো তাদের এমন কেউ নেই যে, আমি বুঝানোর কোন চেষ্টা করেনি। সে চেষ্টা আমার হৃদয় ও মনের কষ্ট বাড়িয়ে দিত। যা শুধু মাত্র আল্লাই ভাল জানেন। এরপর এস,এস,সি পাশ করার পর থেকে জটিল, কঠিন ও দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হই যেমন, কিডনীতে পাথর, হৃদ পিন্ডের একটি বাল্প সংস্থাপন, ডায়াবেটিক,উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগে ভুগছি। এমন কোন চিকিৎসা নেই যা করি নাই। মরি নাই তবে অমানসিক কষ্ট বহন করে চলছি। কষ্টের এবং মানুসিক চাপের কারণে জীবনের প্রতি বিন্দুমাত্র মায়া থাকতো না বলে কখনো কখনো আল্লাহর কাছে জীবনের শেষ ঠিকানায় পাড়ি জমানোর জন্য দোয়া করেছি। যদিও হাদীসে তা রীতিমত নিষিদ্ধ। ঠিক এই সময়ে গোটা বিশ্বের অসংখ্য নাতী, নাতনী, হিতাকাংখী, শুভাকাংখী আল্লাহ মিলিয়ে দেন। আর তাদের পেয়ে তাদের বুঝে এবং তাদের পরামর্শ আমাকে নুতন করে আশান্বিত করে। বদলে যায় দৃষ্টি ভঙি। পৃথিবীতে এখনো অনেক ভাল মানুষ আছে তাদের সবাই আমার ফেবু’র আধ্যাতিকতায় বলিয়ান বন্ধু। সেই তাদের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই হঠাৎ করে গতকাল দুপুরে কোন কারণ বিহীন জ্বরে আক্রান্ত হই যার পরিমান ১শ ৩ ডিগ্রী। অনেকগুলো অসুখের কারণে তা আমার জন্য অঃসহনীয়। উপযাজক হয়ে পরামর্শ, মতামত ও ধমক দিয়ে মশকারা করতে গিয়ে কোন কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তা হলে সকলকেই ক্ষমা করে দেয়ার আবেদন করছি সেই সাথে একটু দোয়া করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হাতজোড় জোড় করে অনুরোধ করছি। আল্লাহ সকলকে হেফাজত ও দীর্ঘজীবি করুন, আমিন। ছুম্মা আমিন।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন