'জীবনের খেই'
.
অধরাই রয়ে গেলো যত কারুকাজ!
জীবনের মোহগুলো আজ পায় লাজ।

শান্ত মরুর বুকে জ্বলছে সুরুজ,
চেনা অচেনার ভীড়ে বুঝেনা অবুঝ।
বাসন্তী সাজ সেজে চৈত্রের খেলা!
লালিমার লাল দেখে বৃথা অবহেলা।
দিবসের শেষে শুনি বহুতর ডাক,
অপূরণ কতোক্ষণ,স্মৃতি এক ঝাঁক!
সমীরণ বয় যদি হুতাশন 'পরে,
জ্বলে জ্বলে উঠে সেতো দাউ-দাউ করে!
তবুওতো ইচ্ছের থামা-থামি নেই,
মনে হয় হারিয়েছি জীবনের খেই!
---
 
Top