অচিনপুরে
মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
---------------------------
কোন সময় পালিয়ে যাব
ফকিরেরই বেশে,
একটা সময় হারিয়ে যাব
অচীনপুরের দেশে।
একটা সময় তোমরা তাই
অনেক করে খুঁজবে,
কোথাও না পেলে আমায়
চলেই গেছি বুঝবে।
তোমরা যদি কোন বিষয়
আঘাত পাওরে ভাই,
সকল পাওনার মাফ দিও
নাজাত যাতে পাই।
অচীনপুরের নতুন দেশে
ভালোই যেন থাকি,
জান্নাত পেতে আমি যেন
পাইনা কোন ফাঁকি।
এই ছিলাম এইতো আছি
একটু পরেই নাই,
এমনি করেই আমরা সবে
অচীনপুরে যাই।
তারিখঃ-২৫,০৮,১৫ ইং
রাতঃ-১১.১১ মিনিট।