উপহার
-ফাতেমা জাহান লুবনা
মণি-মুক্তা না হলেও ছোট নয় কোন উপহার,
যতনে যেথায় মিশে থাকে ভালোবাসা সমাহার।
মানুষের মাঝে গড়ে উঠে মমতা নিরঞ্জন,
পরস্পরে শ্রদ্ধায় হলে উপহার বিতরণ।
অক্ষম যেজন দিতে উপহারের বিনিময়,
পরিত্যাগ করো না তুমি তাকে হেলায়।
হ্রাস হলে একদিকে অন্যদিকে আসবে হেমন্ত,
ফুলে ফুলে ভরিয়ে দিলে দেখবে বসন্ত।
সেই বসন্তে কোকিল তুমি দেখবে ডালে ডালে,
বিশ্বাস যদি পূর্ণ থাকে দৈবব্যাপারে।
দেহ হতে আত্মা যখন হবে দেহান্তর,
উপহার পাবে তবে পুস্পে শোভিত ঘর।
হিতকর বস্তু বিলাও গ্রহান্তরের পূর্বে,
ঘূর্ণচক্রে সে উপহার তোমার কাছেই ঘুরবে।