সূরা-আত ত্বলাক
আয়াত ২-৩ অবলম্বনে।
...মোঃআলানূর
যাহার মনে জাগবে ভয়,
মহান প্রভুর তরে।
তাহার পথে চললে সদা,
কুরআন মান্য করে,
প্রভু তাহার কঠিন কাজ,
সহজ করে দিবেন।
কল্পনায় যা ভাবেননি সে,
তেমন রিজিক পাবেন।
প্রভুর উপর ভরসা করে,
যে জন করে কাজ,
তাহার জন্য যথেষ্ট ,
মহান প্রভু রাজ।।