"বন্ধু মানেই"
আব্দুর রহমান আজাদ
.
বন্ধু মানেই- পাশাপাশি
প্রানে প্রানে হাঁসাহাঁসি
সুখ স্রোতে ভাসাভাসি ।
.
বন্ধু মানেই- ফাটাফাটি
একইসাথে হাঁটাহাঁটি
কথায় কথা কাঁটাকাঁটি।
.
বন্ধু মানেই- কাড়াকাড়ি
ধরাধরি ছাড়াছাড়ি
একটু বেশিই বাড়াবাড়ি।
.
বন্ধু মানেই- কানাকানি
কাছে কাছে টানাটানি
গুপন কথা জানাজানি।
.
বন্ধু মানেই- লাগালাগি
সামান্যতেই রাগারাগি
যোগ বিয়োগ ভাগাভাগি।
 
Top