বন্ধুত্ব
------নাজীর হুসাইন খান

রাত্রি এখন নিথর নিঝুম আঁধার হলো খুব
ঘুমের রাজ্যে পাখ-পাখালী তাই দিয়েছে ডুব।

কেউতো রাতে রয়না জেগে সবাই বিভোর ঘুমে
ঘুমপাড়ানি চোখ জুড়ালো আদর মাখা চুমে।
ভাবছি বসে আমিই বুঝি জাগছি একা একা
নিঝুম রাতে জেগে জেগে কাব্য হবে লেখা।
তাকিয়ে দেখি ফুল বাগানে ফুটেছে সব ফুল
জুঁই চামেলী হাস্নাহেনা চম্পা ও বকুল।
ঘ্রাণ ছড়ানো ফুল বাগানে নাচছে পরীর দল
চুন্নি হীরা পান্না যেন করছে ঝলোমল।
হঠাৎ আমায় একটা পরী দেখে ফেলে হায়
তখন আমায় হাত ইশারায় ডাক দিয়েছে আয়।
পরীর ডাকে মনের ভেতর ঢুকলো ভীষন ডর
ভয়ের চোটে শরীর আমার কাঁপছে থরোথর।
জলদী এসে একটা পরী ধরলো আমায় হাতে
আমায় নিয়ে মিলিয়ে দিলো নীল পরীদের সাথে।
টকটকে এক গোলাপ তুলে আমার হাতে দিলো
তখন থেকে আমায় তারা বন্ধু করে নিলো।
 
Top