শামীম মাহমুদ রেজা
অর্থে কেনা স্বার্থ
****************
যাচ্ছি ভুলে বিবেক বুদ্ধি
নাচছি মাতাল ছন্দে,
পাচ্ছি না আর ফুলের সুভাষ
মৌন টাকার গন্ধে।
ন্যায়ের কন্ঠে ঝুলছে তালা
সত্যের পায়ে বেড়ি,
পাপ যেনো আজ ধর্ম প্রথা
অর্থেই ডোবে তরী।
শিক্ষা নামক উদ্যানে কেউ
চাষ করে যায় অর্থ,
হৃদয় তাদের শূন্য যেন
বর্জ্য মলের গর্ত।
বেকার নামক মরুর বুকে
উঠবে কবে বৃক্ষ,
টাকার তরে চিতকারে আজ
ছিদ্র ক্ষুদ্র বক্ষ।
লজ্জাও যেনো বস মেনেছে
উলংগ আজ নারী,
টাকার লোভেই বিকিয়ে দিচ্ছে
শ্রেষ্ঠ রতন তারই।
অর্থের টানে ঘর ছেড়ে কেউ
কিঞ্চিত সুখ খোঁজে,
কেউবা আবার অর্থের লোভে
কূকর্মে মুখ গোঁজে।
ঘটছে যা আজ এই ধরাতে
করছে মানুষ নিজের হাতে,
পাচ্ছে তা কেউ সত উপায়ে
কেউবা অসত পথে।
শূন্যই যদি এসে থাকো
কিসের এতো লোভ,
শূন্য হাতে ফিরে যেতে
মনে এতোই ক্ষোভ?