বন্ধু
মোঃ মনিরুল ইসলাম মামুন
---------------------------
বিন্দু আমি বন্ধু তুমি
আমায় ঘিরে বৃত্ত
বন্ধুর তরে সিন্ধু গড়ে
চলে গীতি নৃত্য।
বন্ধু ছাড়া জীবন ধারা
কঠিন সচল রাখা
বন্ধু আছে স্বপ্ন বাঁচে
স্বপ্ন মেলে পাখা।
বন্ধু সরল,নয়তো গরল
নয়তো কোন বাঁকা
বন্ধুর যতন ছবির মতন
রঙ তুলিতে আঁকা।
দ্বন্দ্ব ভুলে ছন্দ তুলে
বন্ধু কেবল হাসায়
বন্ধু জনে প্রতি ক্ষণে
সুখ সাগরে ভাসায়।
বন্ধু আশা,মনের ভাষা
নিজকে চেনার আয়না
বন্ধু যেজন স্নেহ ভাজন
পূরণ করে বায়না।
মানটা ভাঙায়,মনটা রাঙায়
মায়ায় বেঁধে রাখে
বন্ধু টানে কাছে আনে
প্রাণে মিশে থাকে।
 
Top