কান পড়া


নামের পাশে থাকলে রবি
সেতো রবি নয়,
মনের ঘরে জ্বললে বাতি
আলোর রবি হয়।
আঁধার শেষে আলোর রবি
ছড়ায় সুপ্রভাত,
আসল রবি কানপড়াতে
হয়না কুপোকাত।
মিথ্যা অপপ্রচার কাজে
কে কতটা দায়ী,
সত্য প্রকাশ হলে সবাই
হবেই ধরাশায়ী।
২২/০৫/২০১৬ ইং
 
Top