শিক্ষা গুরু
জয়নব জোনাকি।
জাতি গড়ার আলোকিত কারিগর
আদর্শের মহান বীর,
অজ্ঞতার মাঝে ডুবন্ত বিবেকের
চির উন্নত এই শির ।
আদর্শের মহান বীর,
অজ্ঞতার মাঝে ডুবন্ত বিবেকের
চির উন্নত এই শির ।
কোমল মতিদের মেধা বিকাশের
সুষম চারণ ভূমি,
প্রদীপ্ত জ্ঞানের স্বপ্নদ্রষ্টা
শিক্ষা গুরু তুমি !
নিবিড় মমতায় দিয়েছো শিক্ষা
ভাবিনা তোমায় পর।
জ্ঞানী-গুণীর মশাল তুমি
প্রেরণার বাতি ঘর।
তোমার কাছেই পেয়েছি আমি
শুদ্ধ নীতির শিক্ষা,
সুপ্তমননে আলোকিতজীবনের
দিয়েছো সকল দীক্ষা।
দুহাত তুলে প্রাথনা করি
প্রভুর কাছের আজ
দুই ভুবনেই থাকবে তুমি
সকলের মাথার তাজ।
২৪/০৫/২০১৬ ইং
সুষম চারণ ভূমি,
প্রদীপ্ত জ্ঞানের স্বপ্নদ্রষ্টা
শিক্ষা গুরু তুমি !
নিবিড় মমতায় দিয়েছো শিক্ষা
ভাবিনা তোমায় পর।
জ্ঞানী-গুণীর মশাল তুমি
প্রেরণার বাতি ঘর।
তোমার কাছেই পেয়েছি আমি
শুদ্ধ নীতির শিক্ষা,
সুপ্তমননে আলোকিতজীবনের
দিয়েছো সকল দীক্ষা।
দুহাত তুলে প্রাথনা করি
প্রভুর কাছের আজ
দুই ভুবনেই থাকবে তুমি
সকলের মাথার তাজ।
২৪/০৫/২০১৬ ইং