সোহেল রানা

আব্বু আমার
সোহেল রানা
আব্বু আমার সবার চেয়ে
অনেক বেশী প্রিয়
মনটা থেকে দিচ্ছি সালাম
আমার সালাম নিও।
আব্বু আমার পথের দিশা
জীবন মরণ সবই
আব্বু আমার এই পৃথিবী
চন্দ্র এবং রবি।
আব্বু আমার বর্তমান আর
আমার ভবিষ্যতও
আব্বু আমার থাকবে সদা
পাশে ছায়ার মতো।।
 
Top