হে প্রিয় আত্মা!
হামিদ হোছাইন মাহাদী
ভালোবাসি তোমায় হে জন্মভূমি
ত্রিশলক্ষ শহীদের আত্মত্যাগে উজ্জীবিত তোমার মাটি
আহত,পঙ্গুত্ববরণকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগে গড়া
তোমার প্রতিইঞ্চি ক্ষেত্র
তোমাকে চেয়েছিলাম কান্তিময় এ ভূমিতে শান্তির
পরশ পাথর হিসেবে।
ভালোবাসি বলেই তোমাকে নিয়ে এতো চিন্তিত
অসাম্প্রদায়িক চেতনা ছিলো তোমার আকাঙ্ক্ষিত ফল
এখন হৃদয় শুধু হাহাকার করে
প্রতিটি মূহুর্ত থাকতে হয় আচমকা মন নিয়ে
জীবনের ডায়েরিতে যুক্ত হয় শুধু শঙ্কা আর ভয়
অনিরাপদ তোমার মৃত্তিকা
বিদেশী প্রভুদের একের পর এক ধমকা।
নির্ঘুম নিশি যাপন করতে হয় তোমার স্বপ্নের ফুলগুলোকে
আড়াল থাকতে হয় দিবার মূহুর্তগুলোতে
মাঝেমাঝে মায়ের বাঁধন ছিন্ন করে পাড়ি জমাতে হয়
প্রবাস জীবনের পানে
অসংখ্য নিলয়-নিকেতন প্রতিনিয়ত ধ্বংসিত হচ্ছে
কিছু বিদেশী প্রভুদের এজেন্টদের হাতে।
তোমাকে আবার ফিরিয়ে আনতে চাই নতুনরূপে
চাই সেইসব পাঞ্জেরীদের যারা দিতে পারবে প্রশান্তির আভা
দিতে পারবে প্রতিটি ফুটন্ত গোলাপের অধিকার
দিতে পারবে আলোর দিশারী কিছু আত্মা
দিতে পারবে ফিরে সেই সোনালী যুগ
দিতে পারবে জ্বলজ্বল করা মণিমুক্তাদি
হে আমার প্রিয় জন্মভূমি...
প্রতীক্ষায় আছি তোমার...
১২/০৬/২০১৬