সোহেল রানা
যতই বেশী খাক না তাতে হারাতো না হুশ।
সকাল বেলায় পিয়ন ডেকে শিখিয়ে দিত রোজ
কাজের ফাঁকে নিত্যদিনই করতো ভারি ভোজ।
ঘুষ না পেলে বড় বাবু বকতো পিয়ন ডেকে
রাগের মাথায় বলতো তখন দেয়নি বলো কে কে?
চুপ থাকাতে বাবু বলে- তুমিই খাও যা জোটে।
পিয়ন তখন বলে সাহেব সৎ পথেতে চলি
ঘুষ ঢোকেনি আমার পেটে সত্য কথা বলি।
তাইতো আমার সুখেতে দিন হচ্ছে ঠিকই পার
সুখের দেখা পাবেন যদি ঘুষ ছেড়ে দেন স্যার।
ঘুষ যদি না খায় তবে কি চুসবো লেমন চ্যুস।
কোন টাকাতে বউ পোলাপান বিদেশ দেবে পাড়ি
কেমন করে হবে রে বল নতুন গাড়ী বাড়ী।
বলবে তখন বন্ধুরা সব তুই না বাবু বড়
ঘুষ না খেয়ে চেয়ারটাকে ক্যান অপমান করো।
ঘুষের টাকায় যতই না খান নামি দামী স্যুপ।
সুখ হবে না কোনোদিনই যতই থাকুক টাকা
নিত্যদিনই ঘুরবে শুধু পাপ নামেরই চাকা
মৃত্যু যখন আসবে কাছে কেউ যাবে না সাথে
ঘুষ খেয়ে কি সুখে আছেন আপনি দুনিয়াতে।
তাই তো থাকি অট্টালিকায় নইলে পেতাম তাবু।
ছোট্ট মাথায় বুঝবি কি তুই, আছিস ছোট পদে
ঘুষ খেয়ে আজ বসেছি দ্যাখ দামি মসনদে।
কথার ফাঁকে উঠলো ব্যাথা বড় বাবুর বুকে
ঘুষের টাকায় পারলো না আর থাকতে পরম সুখে।