যৌতুক
আছে একটা ভাই,
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়
কামাই রুজি নাই।
খুশিতে মন নাচে,
লক্ষ টাকা করবে দাবি
মেয়ের বাবার কাছে।
ঘটক সাহেব আসছে হেঁকে
ছাতা কাঁধে নিয়ে,
বললো হেসে ঐ পাড়াতে
আছে একটা মেয়ে..
ছেলে আমার করবে বিয়ে
বলছিনা কৌতুক,
কন্যার বাবার দিতেই হবে
লাখ টাকা যৌতুক।
ছেলের বাবা মেয়ের বাবা
চলছে রেষারেষি,
যৌতুক নামের দাবানলে
পুড়ছে দিবানিশি।
.
মানুষ বেচার হাটবাজারে,
বসছে আজব মেলা,
ঘুচবে কবে এই সমাজের
যৌতুক নামের খেলা।
.
৩১.০৫.২০১৬ইং