সুরভিত পুষ্প
-------উৎসর্গঃ শ্রদ্ধেয় শিক্ষক এম জেড আশরাফুল স্যারকে
.
স্নিগ্ধজোৎস্না মুখরিত ঘনকালো আবেশিত পৃথিবীতে,
ছুটে চলা জোনাকির বিন্দুবিন্দু জ্যোতি,
আকাশের জাগরণে,
প্রকৃতির সমীরণে,
হারিয়ে যায় এই ক্ষণিকের দ্যুতি ।
.
সুরভিত পুষ্পের আইবুড়,তামাটে সজীবতা,
আর ঝরে পড়া স্মৃতি রোমাঞ্চতা,
প্রকৃতির খেয়ালীপনায় হয়ে যায় বিনাশ,
শুধু থেকে যায় পুষ্পের মনোমুগ্ধকর নির্যাস,
মনমাতানো সুবাস ।
.
পচাঁগলা গন্ধে বিষাক্ত কুন্জলতা,
অনেকটা শূন্যসার,
সুরভিত পুষ্পের ছোয়ায় ফিরে পায় প্রান্জলতা,
হয়ে যায় চমৎকার ।
.
শ্রদ্ধেয় এম জেড আশরাফুল স্যার,
আপনি প্রাণদীপ্ত,
আপনি অনন্য কারিগর,
আপনি ভালবাসায় সিক্ত,
আপনি সুরভিত পুষ্প এই মরুরচর ।
.
মোঃ খালেদ সাইফুল্লাহ্ রহমান
Related Posts
- বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ প্রসঙ্গঃ স্মৃতি ও ভাবনা:: .মো. খালেদ সাইফুল্লাহ্ রহমান21 Sep 2016undefined
বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ প্রসঙ্গঃ স্মৃতি ও ভাবনা ....................মোঃ খালেদ সাইফুল্লাহ্ রহমান , আমার ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র...Read more »
- 'স্মৃতিকথা' মো. খালেদ সাইফুল্লাহ্ রহমান18 Aug 2016undefined
google_ad_client="3219227809001878"; google_ad_host="3219227809001878";google_ad_width=740; google_ad_height=130; google_ad_type="text_image"; go...Read more »
- মোঃ খালেদ সাইফুল্লাহ্ রহমান29 Jul 2016undefined
'প্রাপ্তির ঈদ আসবে' ............মোঃ খালেদ সাইফুল্লাহ্ রহমান - আল-আকসায় জ্বলবেনা বহ্নি আর শোষিতের থাকবেনা মনের হাহাকার, - মুক্তির গান গ...Read more »