সুরভিত পুষ্প
-------উৎসর্গঃ শ্রদ্ধেয় শিক্ষক এম জেড আশরাফুল স্যারকে
.
স্নিগ্ধজোৎস্না মুখরিত ঘনকালো আবেশিত পৃথিবীতে,
ছুটে চলা জোনাকির বিন্দুবিন্দু জ্যোতি,
আকাশের জাগরণে,
প্রকৃতির সমীরণে,
হারিয়ে যায় এই ক্ষণিকের দ্যুতি ।
.
সুরভিত পুষ্পের আইবুড়,তামাটে সজীবতা,
আর ঝরে পড়া স্মৃতি রোমাঞ্চতা,
প্রকৃতির খেয়ালীপনায় হয়ে যায় বিনাশ,
শুধু থেকে যায় পুষ্পের মনোমুগ্ধকর নির্যাস,
মনমাতানো সুবাস ।
.
পচাঁগলা গন্ধে বিষাক্ত কুন্জলতা,
অনেকটা শূন্যসার,
সুরভিত পুষ্পের ছোয়ায় ফিরে পায় প্রান্জলতা,
হয়ে যায় চমৎকার ।
.
শ্রদ্ধেয় এম জেড আশরাফুল স্যার,
আপনি প্রাণদীপ্ত,
আপনি অনন্য কারিগর,
আপনি ভালবাসায় সিক্ত,
আপনি সুরভিত পুষ্প এই মরুরচর ।
.
মোঃ খালেদ সাইফুল্লাহ্ রহমান