মিলনমেলা

সোহেল রানা


গিটার বাজায় ছাগল ছানা
সঙ্গে বাজায় ঢোল
তাইনা দেখে বোয়াল খুশি
আনন্দ পায় শোল।
ইলিশ মাছের ইচ্ছে হলো
ডাঙায় ওঠে নাচবে
শিয়াল পণ্ডিত চশমা চোখে
নানান রঙে সাজবে।
বনের পাখি লোকালয়ে
থাকবে মিলেমিশে
সাপ-বেজিতে বন্ধু হবে
ভয়টা তবে কিসে?
হরিণ যদি বলে কথা
শুনবে বনের বাঘ
সিংহ মশাই হাসবে সদা
করবে নাকো রাগ।
সকল প্রাণী সকল পাখি
মত্ত হবে খেলায়
খোকা-খুকি অংশ নেবে
মজার মিলনমেলায়।

 
Top