নেতা

নেতা বলে কথা

ফকির
নেতার নেই নীতি ঠিক
করে নেতা ধান্ধা।
তুই বড় না আমি বড়
নেতা তোলে চান্দা
ক্ষমতা না থাকলে নেতার
ব্যবসা চলে মন্দা।
চার দিকে কুপাকুপি 
হাতে হাতে রামদা।
নেতাদের চলে লড়াই
সকাল দুপুর সন্ধ্যা।
ভালো লোকের পায়ে কেন
লাগায় বেড়ি ডাণ্ডা?
বুক ফুলিয়ে চলে কেন
যতো সব গুণ্ডা ?
 
Top